Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে এনায়েতনগর ইউনিয়ন

এনায়েত নগর ইউনিয়ন পরিষদ

এনায়েতনগর, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ।

ইউনিয়ন পরিচিতিঃ


এক নজরেঃ


নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলাধীন এনায়েত নগর ইউনিয়ন পরিষদ অত্র জেলার সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদ।শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালন, খেলাধূলা সবকিছু মিলিয়ে বুড়িগঙ্গা নদীর তীর ঘেষে অত্র ইউনিয়নটি নারায়ণগঞ্জ জেলায় কালের স্বাক্ষী হিসাবে দাড়িয়ে আছে।অত্র ইউনিয়নে সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তথা প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন, মাদ্রাসা, গীর্জা, ম্যামন কবরস্থান, চিতা, প্রতিরোধ স্তম্ভ, ৭১-এর বধ্যভূমি, মসজিদ, মন্দির, খেলার মাঠ, সরকারী-বেসরকারী অফিস, বৃহত্তর বিসিক শিল্পহোসিয়ারী শিল্পনগরী, ডক ইয়ার্ড,রি-রোলিং মিলস,ইটভাটা, কোল্ড স্টোরেজ, জ্বালানী তেলের ডিপো, জ্বালানী তেলের ফিলিং স্টেশন সহ বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে।সবকিছু মিলিয়ে অত্র ইউনিয়নটির সুপরিচিতি রয়েছে।


১।নামঃ এনায়েত নগরইউনিয়ন পরিষদ।

২।নির্বাচিত বর্তমান চেয়াম্যানের নামঃ মোঃ আসাদুজ্জামান

৩। ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠাকালঃ ১৯৬০ইং।

৪।আয়তনঃ ৪.৫বর্গ মাইল

৫।লোকসংখ্যাঃ ৯৭,০৪৯ জন এবং ভোটার- ৭৫,০০০ জন।

৬।গ্রামের সংখ্যাঃ ১৯টি।

৭।মৌজার সংখ্যাঃ ১০টি।

৮।হাট-বাজারঃ১০টি।

৯।উপজেলা থেকে দূরত্ব ও যোগাযোগ ব্যবস্থাঃ নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে মাত্র ৩.২৫কিলোমিটার দূরত্বে অবস্থিত।রিক্সা, অটোরিক্সা, সিএনজি এবং অটোবাইকের মাধ্যমে খুব সহজেই যাতায়াত করা যায়।

১০।শিক্ষার হারঃ ১০০ভাগ ।

১১।সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ১২টি।

১২।বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ১০ টি।

১৩।মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাঃ   ৬টি।

১৪।মাদ্রাসার সংখ্যাঃ  উচ্চ মাধ্যমিক ৫ টি এবং সাধারণ মাদ্রাসা ৭  টি, মোট ১২ টি

১৫। কিন্ডার গার্টেনের সংখ্যাঃ৮টি।

১৬।ঐতিহাসিক পর্যটন স্থানঃ    ৬ টি।

১৭।গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানঃ   ৪  টি।

১৮। এফ ডব্লিউ সিঃ  টি।

১৯। কৃত্রিম প্রজনন কেন্দ্রঃ ১টি।

২০। কবরস্থানঃ ১২টি।

২১। খেলার মাঠঃ ৩টি।

২২। কমিউনিটি ক্লিনিকঃ ১টি। (মুসলিমনগর)।

২৩। ইউনিয়ন ভূমি অফিসঃ ১টি।

২৪। ডাকঘরঃ ১টি।

২৫। বিদ্যুতায়িতগ্রামঃ ১৯টি।

২৬। পেট্রোল পাম্প ডিপোঃ ২টি।

২৭। পেট্রোল পাম্পঃ ১টি।

২৮। ইটভাটাঃ ৬টি।

২৯। সরকারী এতিমখানাঃ ১টি।

৩০। রাস্তার সংখ্যাঃ

   ক) সড়ক জনপথঃ ২টি।

   খ) জেলা পরিষদঃ ৪টি।

   গ) এলজিইডিঃ ৫টি।

   ঘ) ইউনিয়ন পরিষদ রাস্তাঃ ১৫২টি।

৩১।ইউনিয়ন পরিষদ ভবন নির্মানঃ ১৯৬০ইং।

৩২।ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মানঃ       (পরিকল্পনাধীন)।

৩৩।নবগঠিত পরিষদের বিবরণঃ

(ক) শপথ গ্রহণের তারিখঃ ১৪/০৭/২০১৬ইং।

(খ) প্রথম সভার তারিখঃ ১৪/০৭/২০১৬ইং।

(গ) মেয়াদ উত্তীর্ণঃ ১৪/০৭/২০২১ইং।

৩৪।গ্রাম সমূহের নামঃ অলিনগর, ফাজিলপুর, হরিহরপাড়া, শাসনগাঁও, মুসলিমনগর, নবীনগর, আজমতপুর, পূর্ব ধর্মগঞ্জ, দক্ষিন ধর্মগঞ্জ, মধ্য ধর্মগঞ্জ, আরাফাতনগর, পশ্চিম ধর্মগঞ্জ, এনায়েতনগর, বাড়ৈভোগ, দক্ষিন মাসদাইর, পশ্চিম মাসদাইর, উত্তর মাসদাইর, উত্তর মাসদাইর গাবতলী, কেতাব নগর।

৩৫।ইউনিয়ন পরিষদের জনবলঃ

নির্বাচিত চেয়ারম্যানঃ ০১ জন।

ইউনিয়ন পরিষদ সচিবঃ ০১ জন।

নির্বাচিত সদস্য (পুরুষ)- ০৯ জন।

নির্বাচিত সংরক্ষিত আসনের সদস্য (মহিলা)- ০৩ জন।

কর আদায়কারী- ০১ জন।

অফিস সহকারী বেসরকারী- ০৪ জন।

ইউনিয়ন গ্রাম পুলিশ- ১০ জন।

ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা- ০৩ জন।