নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন এনায়েতনগর ইউনিয়নের মুসলিমনগর গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি বিসিক শিল্পনগরী থেকে প্রায় ৩০০ মিটার পশ্চিমে অত্যন্ত জনবহুল এলাকায় অবস্থিত হওয়ায় বর্তমানে প্রায় ৯০০ ছাত্র-ছাত্রী অধ্যয়ন করিতেছে। ছাত্র-ছাত্রীর সংখ্যা বেশী হওয়ায় ২ শিফট-এ ক্লাস করতে হয়।
মুসলিম নগর গ্রামে একটি হাইস্কুল প্রতিষ্ঠিত হবে - এমন জল্পনা-কল্পনা দীর্ঘ দিনের। এমতাবস্থায় এই গ্রামেরই সন্তান এ, কে, এম ইব্রাহীম, মাহবুব হোসেন, নূর মোহাম্মদ বাবুল ও দীন মোহাম্মদ ১১/ ০৮/ ১৯৯৫ ইং তারিখ রোজ শুক্রবার প্রাথমিক আলোচনা করেন এবং একটি সভা করার সিদ্ধান্ত নেন। সেই চিন্তার ফলশ্রুতিতে জনাব জামাল উদ্দিন সবুজ ও জনাব নূরুল ইসলাম মাষ্টার- এর সাথে আলোচনা করে জনাব জামাল উদ্দিন সবুজকে আহবায়ক করে ১৮/০৮/৯৫ইং তারিখ রোজ শুক্রবার সন্ধ্যা ৭.০০টায় মুসলিম নগর কাচা বাজারে এক সভা করা হয়। ঐ সভায় উপস্থিত ছিলেন জনাব জামাল উদ্দিন সবুজ, নুরুল ইসলাম মাষ্টার, কামাল উদ্দিন মাদবর, এ কে এম ইব্রাহীম, মাহবুব হোসেন, দীন মোহম্মদ, আব্দুর রহমান,শফিকুৃল ইসলাম, মাহবুব কামাল, সাইদুর রহমান সেলিম ও শুক্কুর আলী। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব জামাল উদ্দিন সবুজ। ঐ সভায় মুসলিম নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গ্রামবাসীদের নিয়ে স্বুল প্রতিষ্ঠার ব্যাপারে ২৫/০৮/৯৫ ইং তারিখে এক সভা করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং নির্ধারিত দিনে সভা অনুষ্ঠিত হয়। ঐ সভায় সভাপতিত্ব করেন জনাব জামাল উদ্দিন সবুজ। গন্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে-
জনাব ফজলুল হক সরকার ( ইউ পি সদস্য )
জনাব নূরুল ইসলাম মাষ্টার
জনাব কাজী আঃ মজিদ
জনাব খলিল সরদার
জনাব আমান উল্লাহ
জনাব কামাল উদ্দিন মাদবর
জনাব মাহবুব হোসেন
জনাব নূর মোহাম্মদ
জনাব দীন ইসলাম
জনাব এ কে এম ইব্রাহীম
জনাব শরিয়ত উল্লাহ
জনাব আখতারুজ্জামান
জনাব মোহাম্মদ সরদার
জনাব আলী আহাম্মদ
জনাব আঃ হাই
জনাব আবুল কালাম আজাদ
জনাব মোজাফ্ফর হোসেন
জনাব ফজলুল হক মাদবর
জনাব নঈম উদ্দিন
জনাব আজিমউদ্দিন মাদবর
জনাব নজর আলী হাজী
জনাব ধনু মাদবর
জনাব আব্দুর রউফ
জনাব মোহাম্মদ ইসলাম
জনাব কাজী মফিজ উদ্দিন
জনাব আঃ মতিন প্রধান
জনাব ইয়াদ আলী মেম্বার
জনাব ইদ্রীস আলী
জনাব পিয়ার আলী
জনাব হাজী আঃ রহিম
জনাব মাহবুব কামাল
জনাব সাইদুর রহমান সেলিম
জনাব শুক্কুর আলী
জনাব কামরুজ্জামান সাসুম
ঐ সভায় জনাব নূরুল ইসলাম মাষ্টার সাহেব ঘোষনা দেন, ‘‘যে ব্যক্তি বিধ্যালয় প্রতিষ্ঠার জন্য পাঁচ (৫ ) লক্ষ টাকা অনুদান দিবে অথবা জমি দান করবে তার নামেই স্কুল করা হবে।’’ ঐ ঘোষনার ভিত্তিতে জনাব মোহাম্মদ সরদার, নূর মোহাম্মদ বাবুল, আঃ হাই, আবুল কালাম আজাদ - জনাব কাজী আঃ মজিদ সাহেবের নিকট গিয়ে বিদ্যালয়ের জন্য জমি দানের প্রস্তাব করেন। তাদের প্রস্তাবে কাজী আঃ মজিদ সাহেব সম্মত প্রকাশ করেন। কাজী আঃ মজিদ সাহেব প্রস্তাবকারীদের নিয়ে অত্র এলাকার ইউ পি সদস্য জনাব ফজলুল হক সরকার সাহেবের কাছে গিয়ে জমি দেওয়ার মত পোষণ করেন। এই মতানুসারে মেম্বার সাহেব জনাব জামাল উদ্দিন সবুজ, নূরুল ইসলাম মাষ্টার সহ বেশ কয়েকজন মুরুববীকে জানালে সকলেই সম্মত হয় যে, কাজী আঃ মজিদ সাহেবের নামে স্কুল হবে। উপরোল্লেখিত সিদ্ধান্ত অনুযায়ী ০৩/১১/৯৫ ইং তারিখে কাজী আঃ মজিদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং জনাব জামাল উদ্দিন সবুজ সাহেবকে সভাপতি ও জনাব নূরুল ইসলাম মাষ্টার সাহেবকে সাধারণ সম্পাদক করে ৫৫ সদস্য বিশিষ্ঠ একটি কর্যকরী কমিটি গঠন করা হয়। বিদ্যালয়ের অবকাঠামো তৈরির জন্য মাটি কাটা হয়। তখন শ্রমিকদের মজুরী প্রদান করেন জনাব ফজলুল হক সরকার সাহেব। বিদ্যালয়ের শ্রেণিকার্য পরিচালনার জন্য গ্রামবাসীদের সহায়তায় শ্রেণিকক্ষ তৈরি করা হয়। ১৯৯৬ সালের জানুয়ারী মাস হতে শ্রেণি কার্যক্রম চালু করার সিদ্ধন্ত নেওয়া হয়। ইতিমধ্যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সমাপ্ত করার সিদ্ধন্ত নেওয়া হয়। পরবর্তীতে চূড়ান্তমূল্যায়নের মাধমে প্রধান শিক্ষক হিসেবে এ কে এম ইব্রাহীম ও সহকারী শিক্ষক হিসেবে যথাক্রমে মিসেস ভিকারুন নেছা, জনাব বিজয় কুমার সাহা, জনাব আঃ রাজ্জাক, জনাব বাছির আহম্মেদ, জনাব সেকান্দর আলী, জনাব আজিজুর রহমান, জাহানারা বেগম, রাসিদা বেগম, সাইদুর রহমান সেলিম. মাহবুবুর রহমান কামাল এবং দপ্তরী হিসেবে জনাব আক্কাছ আলীকে নিয়োগ দেওয়া হয়। বিদ্যালয়ের অবকাঠামো ও সার্বিক উন্নয়ণের জন্য জনাব জামাল উদ্দিন সবুজ ও জনাব ফজলুল হক সরকার সাহেবের প্রস্তাবের আলোকে এবং কার্যকরী কমিটির মতামতের ভিত্তিতে জনাব বিল্লাল হোসেন সাহেবের সাথে পরামর্শক্রমে জনাব আলহাজ্ব আসলাম সাহেবের সাথে আলোচনা করে উক্ত বিদ্যা্লয়টিকে হাজী আঃ কাদের- কাজী আঃ মজিদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিষ্ঠাতার নামঃ
১। আলহাজ্ব মোঃ আসলাম
২। আলহাজ্ব কাজী আঃ মজিদ
বর্তমান পরিচালনা কমিটির তথ্য
ক্রমিক নং | নাম | পদবী |
১। | জনাব আলহাজ্ব কাজী আঃ মজিদ | সভাপতি |
২। | জনাব আলহাজ্ব বিল্লাল হোসেন | কো-অপ্ট সদস্য |
৩। | জনাব আমান উল্লাহ | দাতা সদস্য |
৪। | জনাব কাজী আবুল কাশেম | অভিভাবক সদস্য |
৫। | জনাব মতিউর রহমান | অভিভাবক সদস্য |
৬। | জনাব আরিফুর রহমান | অভিভাবক সদস্য |
৭। | জনাব দিদার হোসেন | অভিভাবক সদস্য |
৮। | ময়না বেগম | অভিভাবক সদস্য (সংরক্ষিত মহিলা) |
৯। | ভিকারুননেছা | শিক্ষক প্রতিনিধি |
১০। | মাহবুবুর রহমান | শিক্ষক প্রতিনিধি |
১১। | জাহানারা বেগম | শিক্ষক প্রতিনিধি (সংরক্ষিত) |
১২। | এ,কে,এম ইব্রাহীম | প্রধান শিক্ষক (সচিব) |
জে.এস.সি | ২০১০ | ৮৬% |
জে.এস.সি | ২০১১ | ৯৭% |
জে.এস.সি | ২০১২ | ৮৫% |
এস.এস.সি | ২০১২ | ৯৬% |
এস.এস.সি | ২০১৩ | ৮৯% |
# বিদ্যালয়টিকে একটি আধুনিক এবং অনুকরনীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করা।
# বিদ্যালয়টিকে অনতিবিলম্বে স্কুল এন্ড কলেজে রূপান্তরিত করা।
# বিদ্যালয়ে ভোকেশনাল শাখা চালু করা।
# আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা।
# বিদ্যালয়ের জন্য নতুন ভবন মঞ্জুরী পাওয়ার চেষ্টা করা।
# আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করা।
# মাল্টিমিডিয়া ক্লাস রুম তৈরির পরিকল্পনা বাস্তবায়ন করা।
উপজেলা হতে স্কুল পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা সন্তোষজনক।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস