সম্প্রতি করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রামণ এর কারণে কর্মহীন মানুষকে খাদ্যসামগ্রী প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১০(দশ) টি ধাপে খাদ্য সহায়তা হিসেবে মোট ৪০৭.২৮০ মে:টন জিআর চাল এবং আনুসাঙ্গিক দ্রব্যাদি (আলু, ডাল, লবন, তেল ইত্যাদি) ক্রয় করে বিতরণের জন্য ১৫,৩০,২০০.০০ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শিশু খাদ্যের বিতরণের জন্য ১৮৯০০০.০০ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। উক্ত বরাদ্দ দ্বারা ০৭ (সাত) টি ইউনিয়নে জনপ্রতিনিধিদের মাধ্যমে মোট ৪০,৭২৮ টি পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী (চাল, আলূ, লবন, ডাল) পৌছে দেয়া হয়েছে এবং ২৩৩টি পরিবারকে শিশু খাদ্য (দুধ, সুজি, চিনি) প্রদান করা হয়েছে ও ২৭০টি পরিবারে শিশুখাদ্য প্রদান প্রক্রিয়াধীন রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস