২৩ জুলাই ২০১৫ খ্রি. তারিখ সকাল ১১.০০ ঘটিকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় বিভাগীয় কমিশনার, ঢাকা মহোদয় জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ এর উদ্যোগে প্রতিষ্ঠিত অনলাইন রেডিও “রেডিও নারায়ণগঞ্জ” এর উদ্বোধন ঘোষণা করেন। জনগণের দোরগোড়ায় সরকারী সেবা পৌছে দেয়ার যুগোপযোগী উদ্যোগ মর্মে বিভাগীয় কমিশনার মতপ্রকাশ করেন। জেলা প্রশাসক বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে সকল নাগরিকের নিকট দ্রুততম সময়ে তথ্য সেবা পৌঁছে দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রেডিও নারায়ণগঞ্জের মাধ্যমে জেলা প্রশাসন ও সরকারের অন্যান্য দপ্তরের দৈনিক কর্মকান্ড, প্রদত্ত সেবা সম্পর্কিত তথ্যাদি ছাড়াও সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড প্রচার করা হবে।এই উদ্ভাবনীর মাধ্যমে জেলা প্রশাসনের সাথে জনসাধারণের একটি নতুন যোগসূত্র স্থাপিত হয়েছে। এতে নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে আরো গতি সঞ্চার হবে এবং প্রশাসনের সঙ্গে জনসাধারণের সম্পৃক্ততা আরো বৃদ্ধি পাবে।সাধারণ জনগণ কোথায় গিয়ে তাদের কি ধরণের সেবা কিভাবে কখন সহজে পাবে তা জানানো হবে।সরকারের উন্নয়নমূলক কার্যক্রম, নতুন নতুন সেবা ও তথ্য ছাড়াও বিভিন্ন নাটিকার মাধ্যমে জনগণকে সেবা গ্রহণে উদ্বুদ্ধ করা হবে।এছাড়া, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠান ও প্রশ্নত্তোর পর্বসহ জেলার সংস্কৃতি, ঐতিহ্য বিষয়ক তথ্য এবং স্থানীয় সফলকামী ব্যক্তিবর্গের জীবনী তুলে ধরা হবে।
আপনার এলাকার যে কোন গুরুত্বপূর্ণ সংবাদ প্রচারের জন্য unonarayanganj@gmail.com এ ই-মেইল করতে পারেন। রেডিও নারায়ণগঞ্জ এর অনলাইন সম্প্রচার শুনতে পারবেন www.radionarayanganj.com এই ওয়েব এড্রেসে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস