আগামী ১৫ জুন থেকে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হচ্ছে। তথ্য সংগ্রহকারীগণ বাড়ী বাড়ী গিয়ে ১৫ জুন থেকে ২৪ জুন পর্যন্ত নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করবেন। যাদের বয়স ১৮ বা তার বেশি কিন্তু ইতিপূর্বে ভোটার হন নাই এবং যাদের জন্ম তারিখ ১লা জানুয়ারী ১৯৯৭ বা তার পূর্বে তারাই শুধুমাত্র এ তালিকায় নতুনভাবে ভোটার হতে পারবেন। ইতিমধ্যে যারা মৃত্যুবরণ করিয়াছেন, তাদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করা হবে। ভোটার তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করার জন্য সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস