নারায়ণগঞ্জ সদর উপজেলায় “বঙ্গবন্ধু ও মানবাধিকার” শীর্ষক রচনা প্রতিযোগিতা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দেশব্যাপী মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মানুষের অধিকার আদায়ে বঙ্গবন্ধুর অবদানকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার নিমিত্ত জাতীয় মানবাধিকার কমিশন কর্তৃক নারায়ণগঞ্জ সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের (মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা) নবম ও দশম (‘ক’ গ্রুপ) সমমানের এবং একাদশ ও দ্বাদশ (‘খ’ গ্রুপ) সমমানের ছাত্রছাত্রীদের নিকট হতে “বঙ্গবন্ধু ও মানবাধিকার” শিরোনামে রচনা স্বহস্তে লিখে অনলাইনে ই-মেইলের মাধ্যমে অথবা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, নারায়ণগঞ্জ সদর এ সরাসরি প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে জমাদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
গ্রুপ |
শ্রেণী |
শব্দ সংখ্যা |
রচনার বিষয় |
বিশেষ দ্রষ্টব্য |
জমাদানের শেষ সময় |
রচনা জমাদানের মাধ্যম |
ক |
নবম ও দশম (সমমান) |
৭০০ |
“বঙ্গবন্ধু ও মানবাধিকার” |
খাতার উপরে শিক্ষার্থীর নাম, প্রতিষ্ঠানের নাম, শ্রেণী, রোল, বয়স, মোবাইল নম্বর অবশ্যই লিপিবদ্ধ করতে হবে। |
২০/১০/২০২০ তারিখ দুপুর ১২.০০ ঘটিকা পর্যন্ত। |
ই-মেইল ঠিকানাঃ ১।unonarayanganjsadar@gmail.com অথবা অথবা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সরাসরি প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে |
খ |
একাদশ ও দ্বাদশ (সমমান) |
১২০০ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস